স্মারকনং- না.প- ০৪/২০২২- ৭৯
২০ চৈত্র ১৪২৮/৩ এপ্রিল ২০২২
প্রতিবাদ বিবৃতি
কপালে টিপ পরায় এক নারীকে টিটকারি ও প্রাণনাশের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ
গতকাল ফার্মগেট এলাকায় ড. লতা সমদ্দার ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময়ে তার কপালে পরা টিপ নিয়ে আপত্তি জানিয়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি লতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লতা এর প্রতিবাদ করায় ঐ ব্যক্তি লতার উপর দিয়ে মটরসাইকেল চালিয়ে চলে যায়। নারীপক্ষ এইধরনের অপরাধমূলক ও সহিংস আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অনতিবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
কপালে টিপ মেয়েদের সাজসজ্জার অংশ। এছাড়াও, হিন্দু বিবাহিত নারী তার ধর্মীয় বিশ^াস এবং রীতি অনুযায়ী কপালে টিপ পরে থাকেন। এতে বাধা দেয়া বা টিটকারি করা অথবা তার উপর কোনরকম সহিংস আচরণ করা নারীর নিজ পছন্দমাফিক সাজসজ্জা এবং ধর্মীয় বিশ^াসে আঘাত হানা। এটি কেবল কোন একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধর্মান্ধ ও নারীস্বাধীনতা বিরোধীদের এক গভীর ষড়যন্ত্র এবং নিরবচ্ছিন্ন অপতৎপরতা। আসুন, এই ধরণের যেকোন ঘটনা ও আচরণের বিরুদ্ধে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াই।
ঘটনার প্রতিবাদে টিপ পরে নারীপক্ষ’র প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ (৩ এপ্রিল ২০২২) দুপুর ১ টায়।
তামান্না খান পপি
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।