স্মারক নং- না.প- ১০/২০১৯- ৫৬৩
১৫ কার্তিক ১৪২৬/৩১ অক্টোবর ২০১৯
প্রতিবাদ বিবৃতি
আর কোন নাজমাকে যেন লাশ হয়ে দেশে ফিরতে না হয়!
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নাজমা স্বচ্ছল জীবনের আশায় সৌদি আরবে চাকুরি করতে গিয়ে মৃত্যুর ৫৩ দিন পর গত ২৪ অক্টোবর ২০১৯ দেশে ফিরে এলো লাশ হয়ে। এটি কেবল একজন নাজমার একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক নাজমাদের ধারাবাহিক ঘটনা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সূত্র অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সৌদি আরবসহ বিশে^র বিভিন্ন দেশ থেকে মোট ৩৫ হাজারের বেশী কর্মী ফেরত এসেছেন, এরমধ্যে নারীকর্মীর সংখ্যা প্রায় এক হাজার। ১১৯ জন নারীকর্মীর লাশ এসেছে। এদের একটা বড় অংশই নানা ধরনের অত্যাচার-নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করেছে। এই সকল ঘটনায় নারীপক্ষ অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ। নারীপক্ষ এরজন্য দায়ী প্রত্যেকের যথাযথ বিচার এবং এইধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জরুরীভিত্তিতে সকল পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।
আর যেন কোন নাজমাকে লাশ হয়ে বা কোন অভিবাসী কর্মীকে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে দেশে ফিরে আসতে না হয়। এরজন্য সরকারি, বেসরকারি- উভয় ক্ষেত্রে বিদেশে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট ও নারীবান্ধব নীতিমালা প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন এবং প্রবাসী কর্মীদের জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। অভিবাসী কর্মী যাতে সহজেই নিজ দেশীয় দূতাবাসের সাথে যোগযোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সমস্যা সমাধানে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে।
নারীপক্ষ মনে করে, দেশে সকল ক্ষেত্রে আইনের শাসন বজায় থাকলে দালালদের তৎপরতা থাকতো না। সরকারের কাছে নারীপক্ষ’র দাবি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন ও সর্বোচ্চ মনোযোগ দেবেন এবং আশু পদক্ষেপ গ্রহণ করবেন।
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।