১৫ জানুয়ারি ২০২৫
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে, গত ১৫ জানুয়ারি,‘২৫ রাজধানীর মতিঝিলে জাতীয়
শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সামনে নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ যুক্ত
গ্রাফিতি তুলে নেওয়ায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামক একটি সংগঠন প্রতিবাদ জানায়। উক্ত কর্মসূচিতে
‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি ছাত্র সংগঠন হামলা চালায় এবং উক্ত হামলায় প্রায় ১৬ জন আদিবাসী
গুরুতর আহত হয়।
আদিবাসীগণ নৃতাত্ত্বিক ভাবে স্বতন্ত্র জনগোষ্ঠী এবং বাংলীদেশী নাগরিক, বিচ্ছিন্ন কেউ নয়। দেশের সামাজিক,
অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে তাদের ভূমিকা রয়েছে। জুলাই’ ২৪ আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল
স্বত:স্ফূর্ত। যে কোনো নাগরিকের আন্দোলনে অংশগ্রহণ করা হলো তাদের সাংবিধানিক অধিকার। পাঠ্যপুস্ত কে
আদিবাসী শব্দ যুক্ত গ্রাফিতি তুলে নেওয়া বিষয়ে আদিবাসীদের আন্দোলন যৌক্তিক। বৈষম্যবিরোধী আন্দোলনের
ফলে গ্রাফিতি বিশ্বজুড়ে সাড়া জাগিয়েছে অথচ একটি দল তাদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করছে। বিষয়টি নিয়ে
নারীপক্ষ ভীষণ হতাশ ও উদ্বিগ্ন।
নারীপক্ষ সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে,
* ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ উপর হামলাকারীদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের
অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনুন
* পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনরায় সংযোজন করুন।
আসুন, এই ধরণের ঘটনার প্রতিরোধে আমরা সমষ্টিগত উদ্যোগ নিই, প্রতিরোধ করি এবং প্রতিবাদ করি।
বার্তা প্রেরক
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।