Select Page
২০২২-০৪-০৯
অনৈতিকভাবে গ্রেফতারকৃত শিক্ষক হৃদয় মন্ডলকে অনতিবিলম্বে মুক্তি দিন এবং তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করুন

স্মারক নং না.প ০৪/২০২২-৮৪

২৬ চৈত্র ১৪২৮/৯ এপ্রিল ২০২২

প্রতিবাদ বিবৃতি
অনৈতিকভাবে গ্রেফতারকৃত শিক্ষক হৃদয় মন্ডলকে অনতিবিলম্বে মুক্তি দিন এবং তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করুন। – নারীপক্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রাজকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলকে শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়ার কারণে গত ২২ মার্চ ২০২২ অনৈতিকভাবে গ্রেফতার করা এবং আজ অবধি তাঁকে মুক্তি না দেয়ায় নারীপক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ ও হতাশ।

একজন বিজ্ঞান শিক্ষক তার ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর বৈজ্ঞানিক ব্যাখায় দেবেন এবং তার আলোচনা বিজ্ঞানভিত্তিক হবে এটাই স্বাভাবিক। এটা কোনভাবে তাঁর অপরাধ হতে পারে না বরং তাঁর বক্তব্যকে ধর্মের সাথে যুক্ত করে প্রচার-প্রচারণা চালিয়ে তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি করাটাই চরম অপরাধ। সরকার ও প্রশাসন এই প্রকৃত অপরাধকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টে নিরপরাধ ঐ শিক্ষককেই গ্রেফতার করে ২২ দিন ধরে আটক রেখেছেন! এটা সম্পূর্ণরূপে অনৈতিক, অমানবিক এবং দেশে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান মনস্কতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। নারীপক্ষ অনতিবিলম্বে হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং সেইসাথে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জোর দাবি জানাচ্ছে ।

নারীপক্ষ মনে করে, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, ধর্মের নামে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় উষ্কানীদাতাদের নিজ স্বার্থ রক্ষার ধারাবাহিক অপতৎপরতারই অংশ। তাই, দেশের যেকোন স্থানে যেকোন মানুষের বিরুদ্ধে এই ধরনের আচরণ হোক না কেন, এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে একক ও সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তামান্না খান পপি
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This