Select Page
২০১৮-০২-২৮
নোবেল বিজয়ী তিনজন নারীকে নিয়ে ‘জীবন ও সংগ্রামের পথে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ ফাল্গুন ১৪২৪/২৮ ফেব্রুয়ারি ২০১৮ বিকেলে ‘কৃষিবিদ ইনস্টিটিউশন’, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা- এর সভাকক্ষে বাংলাদেশে আগত তিনজন নোবেল বিজয়ী নারীকে নিয়ে ‘জীবন ও সংগ্রামের পথে’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নোবেল বিজয়ী এই তিন নারীকে ক্রেস্ট ও উত্তোরিও প্রদান করে নারীপক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এর পর তাঁরা শুভেচ্ছা বক্তব্য দেন এবং তাদের জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে বলেন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত দর্শক শ্রোতাদের অনেকে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন। তাঁরা ধর্যসহকারে তা শোনে ও উক্তর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারীপক্ষ’র নির্বাহী সদস্য শিরীন হক।

শান্তি, ন্যায় বিচার ও সমতার লক্ষ্যে গঠিত “নোবল বিজয়ী নারীদের উদ্যোগ” (Nobel Women’s Initiative)- এর পক্ষে শান্তিতে নোবেল বিজয়ী তিনজন নারী ও তাঁদের সহকর্মীসহ মোট ১৪ জনের একটি দল ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০১৮ বাংলাদেশ সফর করছেন। তাঁদের এই সফর কর্মসূচির স্থানীয় সমন্বয়ের দায়িত্ব পালন করছে নারীপক্ষ।

তাঁদের এই সফরের প্রধান উদ্দেশ্য: মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের, বিশেষত নারী ও শিশুদের অবস্থা সম্পর্কে সরজমিনে জানা ও বুঝা। তাঁরা কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের আশ্রয়শিবির পরিদর্শন, রোহিঙ্গাদের সাহাযার্থে সরকারী কর্মকর্তা, দেশী ও বিদেশী সংগঠনসমূহের কর্মীদের সাথে সাক্ষাত এবং সফর শেষে সংবাদ সম্মেলন করবেন।

Pin It on Pinterest

Share This