নারীপক্ষ’র উদ্যোগে ১৯ ভাদ্র ১৪২৬/৩ সেপ্টেম্বর ২০১৯ “যৌন আক্রমণ আর না!!! ধর্ষণ ও যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা” এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে দুর্বার নেটওয়ার্ক, স্থানীয় সহযোগী সংগঠন এবং সমমনা ১৭৩টি সংগঠনের মাধ্যমে ৪৩টি জেলা সদর, ১৬টি উপজেলা, ২৩টি ইউনিয়নের মোট ১৯০টি স্থানে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে নারীপক্ষ ঢাকায় নিজ কার্যালয়ের সামনে (র্যাংগস নীলূ স্কয়ার, বাড়ী -৭৫,সড়ক ৫/এ, সাতমসজিদ রোড, ধানমিন্ড, ঢাকা) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচীতে প্রচারপত্র বিতরণ, শ্লোগান, প্রতিবাদী গান এবং প্ল্যাকর্ড প্রদর্শণ করা হয়েছে। প্রতীকী হিসেবে লিফলেট বিতরণ করেন ধর্ষণের পর হত্যা, আগুনে পুড়ানো পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো নুসরাত, শাহীনুর ও রূপা’রা। লিফলেট পাঠ করেন নারীপক্ষ’র আন্দোলন সম্পাদক আফসানা চৌধুরী এবং সদস্য, নাজমুন নাহার। ‘পথে এবার নামো সাথী পথেই হবে আবার দেখা’, ‘চিৎকার কর মেয়ে দেখি কতদুর গলা যায়’, ‘আমি ভয় করবোনা ভয় করবো না’, ‘বান এসেছে মরা গাঙ্গে’, ‘দুর্গমগিরি কান্তার মরু’, গান বাজানো হয়েছে।
ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ ঘটনার প্রতিবাদে ঘটনাগুলোর ভয়াবহতা জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে ‘শিক্ষক কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা’, ‘চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা’, ‘ধর্ষণের পর হত্যা’, ‘ধর্ষণ’ ‘দলবদ্ধ ধর্ষণ’, ‘ধর্ষণের পর আত্মহত্যা’, ‘ধর্ষণ (বুদ্ধিপ্রতিবন্ধি)’, ‘অপহরণের পর ধর্ষণ’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়েছে।
অবস্থান কর্মসূচীতে সমমনা বন্ধু সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান যেমন: অধিকার, মৌচাক মহিলা কল্যাণ সংস্থা, ব্রতি, গণস্বাস্থ্য কেন্দ্র, সচেতন সমাজ সেবা হিজড়া সংগঠন ও সমাজসেবা সংস্কৃতি কেন্দ্র এর প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ঢাকার বাইরে দুর্বার নেটওয়ার্ক, স্থানীয় সহযোগী সংগঠন এবং সমমনা সংগঠন মিছিল, প্ল্যাকার্ড প্রদর্শণ, শ্লোগান ও মানব বন্ধন এর মাধ্যমে অবস্থান কর্মসূচী পালন করেছে।
উল্লেখ্য দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজকের অবস্থান কর্মসূচীর মধ্যে দিয়ে অভিযান সূচনা করে লাগাতার তৎপরতার মাধ্যমে আগামী ২৫শে নভেম্বর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে’ দেশব্যাপী ঝড় তোলার লক্ষ্যে কাজ করবে।
এরই ধারাবাহিকতায় নারীপক্ষ গত ২ আশ্বিন ১৪২৬/১৭ সেপ্টেম্বর ২০১৯ পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন উন্মুক্ত স্থানে বিকাল ৪টা থেকে ৫ টা প্রতিবাদ অবস্থান কর্মসূচি করা হয়েছে।