Select Page
২০২২-১১-০৫
অধিকার এখানে, এখনই (RHRN) প্রকল্প

অধিকার এখানে, এখনই (RHRN) এর কার্যক্রমটি আর্ন্তজাতিক ও আঞ্চলিক পর্যায়ে পরিচালিত হচ্ছে। এশিয়া অঞ্চলে বাংলাদেশসহ ৪টি দেশে (ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশ) কার্যক্রম চলছে। নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন Rutgers এর আর্থিক সহায়তায় এবং মালয়েশিয়া ভিত্তিক সংগঠন ‘এশিয়ান প্যাসিফিক রিসোর্স এন্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW)’ এর আঞ্চলিক সমন্বয়ে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায়‘ অধিকার এখানে,এখনই (RHRN)’ প্রকল্প নামে ৪ বছর মেয়াদী (জানুয়ারী ২০১৭-ডিসেম্বর ২০২০) একটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বংলাদেশে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে নারীপক্ষসহ ১১টি সংগঠন এবং এই প্ল্যাটফরমের সম্বয়কারী সংগঠন হিসাবে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি দায়িত্ব পালন করছে। এই প্রকল্পের কার্যক্রমগুলো দেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এর বর্তমান অবস্থার উপর ভিত্তি করে পরিকল্পনা করা হয়েছে। এই প্ল্যাটফর্ম মূলত তরুন ও প্রাপ্ত বয়স্কদের সাথে একত্রিত হয়ে কিশোর-কিশোরী এবং তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং অধিকার নিয়ে সরকারের সাথে দেন-দরবার করছে।

প্রকল্পের উদ্দেশ্য :
১. বর্তমান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যক্রম অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকগন যাতে কিশোর-কিশোরী এবং যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক তথ্য প্রদান করে সেজন্য শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা বাস্তবায়ন করবে
২. ২০২০ সালের মধ্যে লিঙ্গ বৈচিত্র্যময় জনগনের মানবাধিকার, শুধুমাত্র বৈষম্য-বিলোপ বিল এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় সীমাবদ্ধ না রেখে সকল প্রাসঙ্গিক আইনসমূহে প্রতিফলিত হবে।
৩. ২০২০ সালের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাভিত্তিক ২০% স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে অধিকার ভিত্তিক যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং সরকারি মানদন্ড অনুযায়ী কৈশোর এবং যুববান্ধব স্বাস্থ্য সেবা প্রাপ্তি সহজলভ্য হবে।

উপরোক্ত উদ্দেশ্যগুলোর মধ্যে নারীপক্ষ ৩ নম্বর উদ্দেশ্য বাস্তবায়নের সাথে সম্পৃক্ত।

Pin It on Pinterest

Share This