Select Page
২০২৪-১২-৩১
‘প্রান্তিক নারীর অধিকার আন্দোলন শক্তিশালীকরণ প্রকল্প’

‘প্রান্তিক নারীর অধিকার আন্দোলন শক্তিশালীকরণ প্রকল্প’

প্রকল্পের নাম: ‘প্রান্তিক নারীর অধিকার আন্দোলন শক্তিশালীকরণ’ প্রকল্প
প্রকল্পের মুল উদ্দেশ্য হচ্ছে: ক) যৌনকর্মীদের মানবাধিকার রক্ষার দাবিতে তৈরীকৃত ৮৬টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে “সংহতি’’কে পুনরুজ্জিবীত, শক্তিশালী ও টেকসহ করা এবং খ) যৌনকর্মীদের মর্যাদাপূর্ন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে মানবাধিকার সংগঠনগুলোকে একত্রিত করা।
মূল কার্যক্রম:
– সংহতি;র মাধ্যমে যৌনকর্মীদের অধিকার আন্দোলন শক্তিশালীকরণ
– সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারনী পর্যায়ে দেনদরবার করা
– বিভিন্ন ক্রস মুভমেন্ট সংলাপ করা
– যৌনকর্মীদের অধিকার আন্দোলনে সংহতির অবদান নিয়ে তথ্যচিত্র তৈরী
– যৌনকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ করা
মেয়াদকাল: মে ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪ এবং জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭
আঞ্চলিক সমন্বয়কারী সংগঠন: Sex Workers and Allies South Asia (SWASA)
কৌশলগত আর্থিক সহযোগী: : Women’s Fund Asia (WFA)
মূল দাতা সংস্থা: Foundation For Just Society (FJS)

Pin It on Pinterest

Share This