সদস্য তথ্য
প্রাথমিক সদস্য পদের নিয়মাবলী
প্রাথমিক সদস্য হতে আগ্রহী নারীকে কমপক্ষে ৬ মাস নারীকে বিভিন্ন সভায়/কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। ৬ সাস পর নারীপক্ষ’র সদস্যপদ লাভে ইচ্ছুক নারী বাংলাদেশের যে কোন স্থানে প্রথমে জেলা কমিটির/আঞ্চলিক কমিটির কাছে সাদা কাগজে আবেদন করবেন। জেলা /আঞ্চলিক কমিটি না থাকলে সরাসরি কেন্দ্রীয় সমন্বয়কারী কমিটির কাছে আবেদন করবেন। আবেদন অনুমোদন হলে আপনি প্রাথমিক সদস্যপদ পাবেন। প্রথম ৬ মাস প্রাথমিক সদস্যদের জন্য নারীপক্ষ’র আদশ্য, উদ্দেশ্য ও কার্যক্লাপ সম্পর্কে আপনাকে অবহিত হতে হবে এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এবং সাধারণ সদস্যপদ প্রাপ্তির প্রস্ততি গ্রহণ করা।
অনুমোদিত প্রাথমিক সদস্য পদের জন্য আবেদনপত্র | PDF