Select Page
২০১৫-০৯-০৭
“নতুন প্রজন্মের নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা এর সাথে প্রশিক্ষণার্থী ও সহায়কবৃন্দ

নারীপক্ষ পরিচালিত ‘নবীন কন্ঠ নতুন নেতৃত্ব’ প্রকল্পের উদ্যোগে গত ২৩-২৫ ভাদ্র ১৪২২/৭-৯ সেপ্টেম্বর ২০১৫, “নতুন প্রজন্মের নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়। এনজিও ফোরাম আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র, টাঙ্গাইলে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে টাঙ্গাইল সদর ও ঘাটাইল উপজেলা থেকে মোট ২৩ জন নতুন প্রজন্মের নারী অংশগ্রহণ করেন। তারা নতুন প্রজন্মের নারীদের সংগঠিত করতে এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে নারীপক্ষ’র সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন সরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও রুরাল পুওর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি। প্রশিক্ষণে সহায়ক ছিলেন নারীপক্ষ’র সদস্য, ইউ এম হাবিবুন নেসা, মাকসুদা বেগম ও কামরুন নাহার।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা সমাপনী পর্বে বক্তব্য রাখছেন

প্রফেসর মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ সরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ ও রুরাল পুওর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করছেন

অভিজ্ঞতা বিনিময় অধিবেশনে টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, টাঙ্গাইল পৌরসভার ১৬,১৭,১৮ নং আসনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হোসনেয়ারা বিউটি, ‘নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন’ এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও ‘এনায়েতপুর মহিলা কল্যাণ সমিতি (এএমকেএস)’ এর নির্বাহী পরিচালক নাজমা বেগম নারী অধিকার আন্দোলনে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এই অধিবেশনে আরও অলোচনা করেন নারী আন্দোলন নেত্রী ও ‘নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন’ এর সদস্য ‘ওভা’ এর নির্বাহী পরিচালক আমিনা মামুন ও ‘মানব প্রগতি সংঘ’ এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী। প্রত্যেক অতিথি ও আলোচক নতুন প্রজন্মের নারীদের মেন্টর হিসেবে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অভিজ্ঞতা বিনিময় অধিবেশনের আলোচকবৃন্দ

সমাপনীপর্বে টাঙ্গাইল জেলায় বাস্তবায়নাধীন নারীপক্ষ’র ‘নারীবান্ধব হাসপাতাল কর্মসূচি’ সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্পের সহ- ব্যবস্থাপক নাজনীন সুলতানা রতœা ও প্রকল্প কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

Pin It on Pinterest

Share This