নারীপক্ষ’র ‘নবীন কন্ঠ নতুন নেতৃত্ব’ প্রকল্পের উদ্যোগে গত ১২-১৪ শ্রাবণ ১৪২২/২৭-২৯ জুলাই, ২০১৫ ঢাকায় “নতুন প্রজন্মের নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘উন্নয়ন সহযোগী টীম (ইউএসটি)’ প্রশিক্ষণ কেন্দ্র, আদাবর, ঢাকায় আয়োজিত উক্ত প্রশিক্ষণে মোহম্মদপুরস্থ জেনেভা ক্যাম্প, মার্কেট ক্যাম্প, টিক্কাপাড়া, আদাবর এবং মিরপুর থেকে মোট ২৪ জন নতুন প্রজন্মের নারী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২২ জনই ছিলেন উর্দুভাষী। উল্লেখিত ক্যাম্পসমূহের সুবিধা বঞ্চিত নারীদের সংগঠিত করতে এবং একযোগে কাজ করতে তারা বদ্ধপরিকর। নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি ও স্বাস্থ্য সুরক্ষার কৌশল রপ্ত করতে তারা নারীপক্ষ’র সহযোগিতা প্রত্যাশা করেছেন। প্রশিক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪,২৫ ও ৩৫ নং ওয়ার্ডের (সংরক্ষিত আসন -৯) কাউন্সিলর নাজমুন নাহার হেলেন, তেজগাও শিল্পাঞ্চল থানার (২৪,২৫ ও ৩৫ নং ওয়ার্ডের) মহিলা শ্রমিক লীগের সম্পাদিকা শান্তা পারভীন এবং নারী আন্দোলন নেত্রী ও ‘দুর্বার নেটওয়ার্ক’ এর ঢাকা অঞ্চলের সদস্য, ‘শতাব্দী সমাজ উন্নয়ন সংস্থা’ এর নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন নতুন প্রজন্মের নারীদের সাথে নারী অধিকার আন্দোলনে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। নতুন প্রজন্মের এই নারীদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নারী নেত্রীবৃন্দ মেন্টর হিসেবে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন নারীপক্ষ’র সদস্য, ইউ এম হাবিবুন নেসা, মাকসুদা বেগম ও কামরুন নাহার।
প্রশিক্ষণ শেষে নারীপক্ষ’র সভানেত্রী রেহানা সামদানী এবং দুর্বার নেটওয়ার্ক- ঢাকা অঞ্চলের সভানেত্রী ও সবুজের অভিযান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগম অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।