Select Page
২০২৫-০২-১২
বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের নাম অপরিতর্তিত রাখা হোক

সাত দিনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রংপুর বিশ্ববিদ্যালয় না করা হলে ক্যাম্পাসে “কমপ্লিট শাটডাউট” কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটি। তাদের বক্তব্য হলো, রংপুর শহরে ৫ কিলোমিটারের মধ্যে আরেকটি বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ আছে। একই নামে পাশাপাশি দু’টি সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয় দিতে অস্বস্তিতে ভোগেন। তাছাড়া যার (শেখ হাসিনাকে উদ্দেশ্য করে) নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবু সাঈদের তাজা প্রাণ কেড়ে নিয়েছে, তার দেওয়া বিশ্ববিদ্যালয়ের নাম থাকতে পারে না।

নারীপক্ষ মনে করে, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তন করার পক্ষে যে যুক্তিগুলো দাঁড় করানো হয়েছে তা অত্যন্ত দুর্বল এবং উদ্দেশ্যপ্রণোদিত। কোনো স্থানের নামে যেমন শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে তেমন বিখ্যাত ব্যক্তিদের নামেও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে। একই এলাকা বা শহরে একই নামে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান থাকার উদাহরণও কম নেই, যেমন: ঢাকায় ‘ঢাকা কলেজ’ এবং ‘ঢাকা বিশ্বি বিদ্যালয়’ আছে।

ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতাকে জয় করে মুসলিম নারীদের শিক্ষা এবং সকল নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এই উপমহাদেশের আলোকবর্তিকা বেগম রোকেয়া। তাঁর জন্মস্থানে তাঁর নামে একটি বিশ^বিদ্যালয়ের নাম অবশ্যই থাকতে পারে। সেই নাম কে দিলো বা কার শাসনামলে হলো সেটা ধর্তব্য হতে পারে না। এই দাবি মেনে নিলে নারীশিক্ষা ও নারীমুক্তি বিরোধীদের সমর্থন করে নারীমুক্তি আন্দেলনের নির্ভিক প্রতিভ‚ বেগম রোকেয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। কাজেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে নারীপক্ষ’র দাবি, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের নাম অপরিতর্তিত রাখা হোক।

বার্তা প্রেরক

সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This