প্রকল্পের নাম: নারী ও তরুণদের মানসম্মত পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্য:
– রোহিঙ্গা নারী, তরুণী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবা গ্রহণে যেসব সুযোগ ও বাঁধা আছে তা পরিবীক্ষণ এবং অধিকার ভিত্তিক মান সম্মত স্বাস্থ্য সেবার জন্য উপযুক্ত পরিবেশ তৈরী।
– শরণার্থী শিবিরের রোহিঙ্গা নারীরা নিজেরাই নিজেদের শরীর সর্ম্পকে সিদ্ধান্ত নিতে পারবে।
– রোহিঙ্গা নারী, তরুণী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে ধারণা প্রদান।
মূল কার্যক্রম:
১. নারী, কিশোরী, পুরুষ, অভিভাবক ও নব-দম্পতি দলের সাথে মাসিক সভা
২. নারীদলের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ
৩. স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ (মাঝি) ও ধর্মীয় নেতাদের (ইমাম) সাথে সভা
৪. স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা
৫. প্রকল্প কর্মী ও স্বেচ্ছাসেবীদের উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধি কর্মশালা
৬. অংশীজনদের সাথে মানবাধিকার এবং জেন্ডার সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ
৭. লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও সুরক্ষা বিষয়ক সভা
৮. দিবস পালন
৯. কর্ম-এলাকার রোহিঙ্গা শিবিরে প্রকল্প মূলায়নের জন্য তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি করা।
১০. জাতীয় পর্যায়ে প্রকল্পর তথ্য উপাত্ত ও অর্জন উপস্থাপন
১১. মাঠ পরিবীক্ষণ ও তদারকী
প্রকল্পের মেয়াদকাল: জানুয়ারী ২০২২-জুলাই ২০২৫
দাতা সংস্থা: Centre for Reproductive Rights (CRR), আমেরিকা