স্মারক নং না.প ১১/২০২৪- ৬৪৪
২৬ কার্তিক ১৪৩১/১১ নভেম্বর ২০২৪
বরাবর
শারমীন এস মুরশিদ
মাননীয় উপদেষ্টা,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা- ১০০০
বিষয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থা ও অধিদপ্তরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন
মাননীয় উপদেষ্টা মহোদয়,
নারীপক্ষ থেকে শুভেচ্ছা।
আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছি যে, গত ২৭ অক্টোবর ২০২৪ আপনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন ১টি সংস্থা ও ১টি অধিদপ্তরের (‘জাতীয় মহিলা সংস্থা’ এবং ‘মহিলা বিষয়ক অধিদপ্তর’) নাম পরিবর্তন করে ‘মহিলা’ এর পরিবর্তে ‘নারী’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উদ্যোগের জন্য নারীপক্ষ আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। সেইসাথে নারীপক্ষ আপনার কাছে একটি দাবি জানাচ্ছে যে, শিশু বিষয়ক মন্ত্রণালয়টি সম্পূর্ণভাবে আলাদা করা হোক, কারণ নারীর সাথে শিশুরা অঙ্গাঙ্গীভাবে যুক্ত হলেও বাস্তবে তাদের পরিস্থিতি, অবস্থা-অবস্থান ও সমস্যাগুলো ভিন্ন ভিন্ন, তাই সমাজে প্রচলিত চর্চায় প্রায় সকল ক্ষেত্রেই নারীর সাথে শিশুকে যুক্ত করে দেওয়াটা একবারেই যৌক্তিক নয়।
আমাদের প্রত্যাশা, শিশু বিষয়ক মন্ত্রণালয়টি সম্পূর্ণভাবে আলাদা করার জন্য আপনি যথাবিহিত জোর উদ্যোগ গ্রহণ করবেন।
গভীর আন্তরিকতা ও কৃতজ্ঞতায়,
গীতা দাস
সভানেত্রী, নারীপক্ষ।