স্মারক নং- না.প. ০৫/২০১২-
১৩ জ্যৈষ্ঠ ১৪১৯/২৭ মে ২০১২
বরাবর,
ওয়াসফিয়া নাজরীন
বাড়ি নং- ০৭
সড়ক নং-২৪
ব্লক- কে
বনানী, ঢাকা
বিষয় : সাগর মাথা (মাউন্ট এভারেস্ট) জয়ের জন্য অভিনন্দন জ্ঞাপন।
প্রিয় ওয়াসফিয়া নাজরীন,
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সাগর মাথা (মাউন্ট এভারেস্ট)- কে আপনি জয় করেছেন। বাংলাদেশের জন্য- বিশেষভাবে নারী সমাজের জন্য এ বিজয় গর্বের ও আনন্দের। এককভাবে কোনও বাংলাদেশির এভারেস্টে পৌঁছানোর এটি একটি রেকর্ড যা বাংলাদেশের নারীদের প্রতি উৎসর্গ করা হয়েছে । এই সাফল্য আমাদের শুধু গর্বের ও আনন্দেরই নয় বরং কারো সাথে নয় “আমরা নারীরা যে একাও পারি” তার একটি অভূতপূর্ব উদাহরণ। আপনার এ সাফল্য বিশ্বে বাংলাদেশের পরিচিতির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে।
নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।
আপনার সাফল্য কামনায়,
ইউ.এম. হাবিবুন নেসা,
সভানেত্রী