Select Page
২০১৩-০৫-০২
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় নারীপক্ষ’র প্রতিটি সদস্য ও কর্মীদের পক্ষ থেকে ড. শিরীন শারমীন চৌধুরী কে উষ্ণ অভিনন্দন।

স্মারক নং- না.প. ০৫/২০১৩-

১৯ বৈশাখ ১৪২০/০২ মে ২০১৩

বরাবর
ড. শিরীন শারমীন চৌধুরী
মাননীয় স্পিকার
জাতীয় সংসদ
বাংলাদেশ

বাংলাদেশের প্রথম নারী স্পিকার আপনি : আমাদের অভিনন্দন নিন।

শ্রদ্ধাভাজনেষু,
বাংলাদেশ জাতীয় সংসদ আপনাকে প্রথম নারী স্পিকার নির্বাচিত করায় নারীপক্ষ’র প্রতিটি সদস্য ও কর্মীদের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অগ্রযাত্রায় আপনার এই নতুন দায়িত্ব আরও একটি মাইলফলক, আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।

নারীপক্ষ’র বিভিন্ন কর্মসূচীতে, বিশেষত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা-সেমিনার, প্রশিক্ষণ-কর্মশালায় আপনি উপস্থিত থেকে দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আশাকরি আগামীতেও আপনি নারী অধিকার আন্দোলন কর্মসূচীতে আমাদের সাথে থাকবেন।

আমাদের প্রত্যাশা, চলমান রাজনৈতিক সমস্যা-সঙ্কট, দ্ব›দ্ব, মতভেদ উত্তরণে জাতীয় সংসদকে অধিকতর কার্যকর করতে আপনার সর্বোচ্চ মেধা, শ্রম, ধৈর্য ও মনোযোগ নিয়োজিত থাকবে এবং নারীর নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

বিশ্বস্ত,

এড. ইউ এম হাবিবুন নেসা
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This