স্মারক নং- না.প. ০৪/২০১৩-
১০ বৈশাখ ১৪২০/২৩ এপ্রিল ২০১৩
বরাবর,
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
চেয়ারম্যান
ইউনূস সেন্টার
গ্রামীণ ব্যাংক ভবন (১৬ তলা)
মিরপুর-২, ঢাকা-১২১৬।
বিষয় : ‘ কংগ্রেসনাল গোল্ড মেডেল ’ প্রাপ্তিতে নারীপক্ষ’র অভিনন্দন
শ্রদ্ধাভাজনেষু,
বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে ব্যাপক অবদান রাখার জন্য আপনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ পেয়েছেন। এই প্রাপ্তিতে আমরা ভিষণভাবে আনন্দিত। নারীপক্ষ’র প্রত্যেকটি সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন।
আপনিই বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ যিনি এই উচ্চমান সম্মাননা পেয়েছেন। এই সম্মান সমগ্র বাংলাদেশের। এর জন্য আমরা গর্বিত।
গভীর আন্তরিকতায়,
তামান্না খান
প্রচার সম্পাদক