Select Page
২০১৪-০২-১৮
বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৩ পাওয়ায় মফিদুল হক কে শুভেচ্ছা ও অভিনন্দন।

স্মারক নং- না.প. ০২/২০১৪-৬১

৬ ফাল্গুন ১৪২০/১৮ ফেব্রুয়ারি ২০১৪

বরাবর,
মফিদুল হক
ট্রাস্টি, মুক্তিযুদ্ধ যাদুঘর
সেগুনবাগিচা
ঢাকা-১০০০

শ্রদ্ধাভাজনেষু,

আপনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৩ পেয়েছেন; এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার রচিত জ্ঞানসমৃদ্ধ প্রবন্ধসমূহ এবং অন্যান্য সাহিত্যকর্ম পাঠকের মননশীলতাকে বিশেষ উৎকর্ষতা দান করে থাকে। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছাসহ

অমিতা দে,
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This