স্মারক নং- না.প. ০২/২০১৪-
৩ ফাল্গুন ১৪২০/১৫ ফেব্রুয়ারি ২০১৪
বরাবর,
নাজিয়া জাবীন
বাড়ি- ৩
এপার্টমেন্ট- ৫০৩
করবী এ্যাপার্টমেন্ট
গুলশান-১, ঢাকা- ১২১২
প্রিয় বোন নাজিয়া,
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত “ইত্যাদি” অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি যে, আপনি বাংলা একাডেমির একুশে বইমেলায় ২০১১ সাল থেকে প্রতিবছর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বেইল পদ্ধতির বই নিয়ে একটি স্টল দিচ্ছেন। সেখানে পাওয়া যাচ্ছে ব্রেল পদ্ধতির ছড়ার বইসহ প্রথিতযশা কবি-সাহিত্যিকদের বই। আপনার এই উদ্যোগে আমরা যারপরনাই আনন্দিত, উৎসাহিত এবং গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
আপনার এই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধীদের সাহিত্য চর্চা ও ছড়া, কবিতার স্বাদ নিতে সহায়তা করছে। এটি দৃষ্টি প্রতিবন্ধীদের তো বটেই, আমাদের সকলের জন্য একটি বিশাল প্রাপ্তি। আপনি হয়তো জানেন যে, আমাদের দুইজন দৃষ্টি প্রতিবন্ধী সদস্য ও একজন সহকর্মী আছেন। তাদেরকে আপনার এই উদ্যোগের কথা জানানো হচ্ছে, যাতে করে তারা এই উদ্যোগের মাধ্যমে জ্ঞান আহরণ করতে পারেন।
আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার এই উদ্যোগ আরো প্রসারিত ও উন্নত হোক- এই কামনায়,
শুভেচ্ছাসহ
অমিতা দে,
সভানেত্রী