স্মারক নং- না.প- ০৫/২০১৫-
২১ বৈশাখ ১৪২২/৪ মে ২০১৫
বরাবর,
ড. প্রতিমা পাল মজুমদার
সভাপতি, কর্মজীবী নারী
৩/৬, সেগুনবাগিচা, ঢাকা- ১০০০
প্রীতিভাজনেষু,
‘কর্মজীবী নারী’ এর ২৪ বছর পূর্তিতে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
এ দেশের শ্রমজীবী নারীদের, বিশেষতঃ নি¤œ আয়ের খেটে খাওয়া অবহেলিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় ‘কর্মজীবী নারী’ গত ২৪ বছর ধরে নিরন্তর লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা প্রশংসার দাবিদার। আপনাদের এই পথচলায় আমাদের শুভকামনা সর্বদা আপনাদের সাথে থাকবে।
দৃপ্ত শপথে উদ্দীপ্ত হোক আপনাদের দৃঢ় পথচলা।
শুভেচ্ছাসহ
অমিতা দে,
সভানেত্রী
নারীপক্ষ