Select Page
২০১১-১১-১৪
বরপক্ষ এবং বর কর্তৃক যৌতুক দাবি করায় সদ্য বিবাহিত স্বামীকে তালাক ঘোষণায় অভিনন্দন জ্ঞাপন।

স্মারক নং- না.প. ১১/২০১১- ৯৮৮

৩০ কার্তিক ১৪১৮/১৪ নভেম্বর ২০১১

বরাবর,
ফারজানা নীপা
প্রযত্নে: খলিলুর রহমান
গ্রাম ও ডাকঘর: আজীমপুর
ইউনিয়ন: কুকুয়া
উপজেলা: আমতলী
জেলা: বরগুনা

বিষয়: বরপক্ষ এবং বর কর্তৃক যৌতুক দাবি করায় সদ্য বিবাহিত স্বামীকে তালাক ঘোষণায় অভিনন্দন জ্ঞাপন।

প্রিয় বোন ফারজানা নীপা,

নারীপক্ষ থেকে অভিনন্দন। ২৯ কার্তিক ১৪১৮/১৩ নভেম্বর ২০১১, দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জেনেছি যে, গত ২৭ কার্তিক ১৪১৮/১১ নভেম্বর ২০১১, শুক্রবার পটুয়াখালী জেলার মো. শওকত আলী খানের সাথে আপনার বিয়ে হয় এবং বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে বরপক্ষ ও বর নিজে বিভিন্ন সামগ্রী দাবি করলে আপনি তাৎক্ষণিক আপনার সদ্য বিবাহিত স্বামীকে তালাক প্রদানের ঘোষণা করেন। যুগ যুগ ধরে প্রচলিত যৌতুকের বিরুদ্ধে আপনার এই অসাধারণ প্রতিবাদ অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা আপনার এই অনুসরণীয় উদ্যোগকে অভিনন্দন ও সাধুবাদ জানাই।

বিয়ের কোন পক্ষ কর্তৃক অর্থ-সম্পদ দাবি করা অথবা এই দাবি সমর্থন বা পূরণ করা একই মাত্রার অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আপনার এই ধরনের প্রতিবাদ একটি উদাহরণ যা বাংলাদেশের যৌতুকের শিকার হতে পারে এমন অসংখ্য নারীকে শক্তি ও সাহস যোগাবে।

গভীর আন্তরিকতায়,

ইউ.এম. হাবিবুন নেসা
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This