Select Page
২০১৬-০৪-০৫
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সারা হোসেন কে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার- ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ প্রদান করায় প্রাণঢালা অভিনন্দন।

স্মারক নং- না.প. ০৪/২০১৬-

২২ চৈত্র ১৪২২/৫ এপ্রিল ২০১৬

বরাবর,
সারা হোসেন
সাম্মানিক নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্ (বøাস্ট্)
১/১ পাইওনিয়ার রোড
কাকরাইল, ঢাকা- ১০০০

প্রিয় সারা হোসেন,

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আপনাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার- ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ প্রদান করায় আমরা যারপরনাই আনন্দিত ও গর্বিত। আপনি নারীপক্ষ’র একজন প্রাক্তন সদস্য বিধায় আমাদের এই আনন্দ ও গর্ব দ্বিগুন। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

দেশের বৃহত্তর নারীসমাজের পক্ষে, বিশেষ করে ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার শিকার নারী এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে, আপনি দীর্ঘদিন ধরে নিরলস আইনি লড়াই করছেন। তারই স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার। এই অর্জন নিশ্চয়ই আপনার লড়াইয়ে নিরন্তর অনুপ্রেরণা ও শক্তি যোগাবে।

শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This