স্মারক নং- না.প. ০৮/২০১৬-
১৯ শ্রাবণ ১৪২৩/৩ আগস্ট ২০১৬
বরাবর,
কাজী রিয়াজুল হক
মাননীয় চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ
গুল ফেসা প্লাজা (১২ তলা)
৮ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭
বিষয়: অভিনন্দন জ্ঞাপন।
জনাব,
আপনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানাই।
আপনি দীর্ঘ সময় ধরে এই কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই নতুন নিয়োগ নিশ্চয়ই আপনার কাজকে এগিয়ে নিতে নিরন্তর অনুপ্রেরণা ও শক্তি যোগাবে। আমাদের প্রত্যাশা: আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং উদ্যোগ সর্বস্তরের সকল মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।
নারীকে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকারসম্পন্ন নাগরিক ও মর্যাদাসম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে কাজ করে আসছে। কার্যসূত্রে বিভিন্ন সময়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে নারীপক্ষ’র ঘনিষ্ট যোগাযোগ, সভা-সেমিনার, বৈঠক হয়েছে, হচ্ছে। আমরা আশাকরি, আপনার আন্তরিকতা ও সদিচ্ছা আমাদের এই কার্যক্রমকে আরো সফলতা দেবে।
শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ