স্মারক নং- না.প. ০২/২০১৭-
১৩ ফাল্গুন ১৪২৩/২৫ ফেব্রুয়ারি ২০১৭
বরাবর,
তারিক সুজাত
ব্যবস্থাপনা পরিচালক, জার্নিম্যান
কক্ষ ৬, ফ্লোর ৯
ইস্টার্ণ প্লাজা
সোনারগাঁ রোড
ঢাকা-১২০৫
শ্রদ্ধাভাজনেষু,
সাহিত্যক্ষেত্রে বিশেষ কৃতীত্ব ও সৃজনশীল সাহিত্যকর্মের (বাংলা কবিতা) জন্য আপনি এ বছর আন্তর্জাতিক কলকাতা বই মেলায় ‘প্রথম আলো পুরস্কার’ পাওয়ায় আমরা খুবই আনন্দিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এই পুরস্কার কাব্য জগতে আপনার সৃজনশীল পদচারণায় নিশ্চয়ই অধিক প্রেরণা ও উৎসাহ যোগাবে।
আপনি আমাদের অত্যন্ত কাছের একজন। কেবল ব্যবসায়িক কারণে নয়, অকৃত্রিম বন্ধু ও শুভানুধ্যায়ী হিসেবে সময়ে-অসময়ে নারীপক্ষ’র প্রায় সকল গুরুত্বপূর্ণ প্রকাশনা আপনার সৃষ্টিশীল ভাবনা ও শৈল্পিক হাতের ছোঁয়ায় এক ভিন্ন মাত্রা পেয়েছে- এ জন্য আমরা আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ১৯৮৮ সালে রাষ্ট্রধর্ম ঘোষণার বিরুদ্ধে নারীপক্ষ’র আন্দোলনে আপনি সম্পৃক্ত হয়ে ছিলেন। সেই থেকে আপনাকে আমরা সবসময় পাশে পেয়েছি। তাছাড়া, আমাদের প্রয়াত সদস্য নাসরীন হক এর প্রিয় বন্ধু হিসেবে আপনি স্বেচ্ছায় নারীপক্ষ’র বিভিন্ন প্রকাশনা, বিশেষত নাসরীন হক এর স্মরণে সকল প্রকাশনার নকশা তৈরি এবং বুদ্ধি-পরামর্শ ও শ্রম দিয়ে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনায়
সকল সদস্য ও কর্মীর পক্ষে,
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ