Select Page
২০১৭-০২-২৭
মঞ্চ নাট্যে অভিনয় ও পচিালনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আপনাকে ২০১৭ সালের ‘একুশে পদক’ প্রদান করায় সারা যাকের কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

স্মারক নং- না.প. ০২/২০১৭-

৮ ফাল্গুন ১৪২৩/২০ ফেব্রুয়ারি ২০১৭

বরাবর,
সারা যাকের
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,
এশিয়াটিক সেন্টার
বাড়ি- ৬৩, সড়ক- ৭/বি
ব্লক- এইচ, বনানী
ঢাকা-১২১৩

প্রিয় বোন,

শিল্পকলায়, বিশেষত মঞ্চ নাট্যে অভিনয় ও পচিালনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আপনাকে ২০১৭ সালের ‘একুশে পদক’ প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনি নারীপক্ষ’র প্রাক্তন সদস্য এবং অত্যন্ত কাছের একজন, তাই আপনার এই অর্জনে আমাদের আনন্দ ও গর্ব অনেক বেশী। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের প্রথম নারী সভাপতি। এই পদক প্রাপ্তি মঞ্চ নাটক পরিচালনা ও নাট্য আন্দোলনে আপনার অসামান্য ভূমিকার যথার্থ স্বীকৃতি। শিল্পকলা ও নাট্য জগতে আপনার কর্মকান্ডকে আরো বেগবান ও শক্তিশালী করতে এই স্বীকৃতি নিশ্চয়ই অধিক প্রেরণা ও উৎসাহ যোগাবে।

১৯৮৪ সাল থেকে আপনি আমাদের সকল কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৮৮ সালে আপনার সর্বাত্মক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে আমরা গোঠে ইন্স্টিটিউটে “রক্তে মোর জাগে রুদ্রবীণা” অনুষ্ঠান করতে সক্ষম হই। ১৯৯০ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারীপক্ষ আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে “নহি দেবী, নহি সামান্যা নারী” পরিবেশিত হয়। বিপুল সমাদ্রিত হওয়ায় সেটি দ্বিতীয়বার মঞ্চস্থ করা হয়। আপনার শৈল্পিক দক্ষতা, আন্তরিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে এই গীতিনাট্যটি সফল পরিবেশনা উপস্থাপন করা সম্ভব হয়েছিলো। ২৪ এপ্রিল ২০০৬ সালে নারীপক্ষ’র প্রয়াত সদস্য ও আমাদের সকলের প্রিয় নাসরীন হক এর প্রথম ও দ্বিতীয় স্মরণ সভা অনুষ্ঠানে আপনার আন্তরিক ভূমিকা ও অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

সদস্য থাকাকালে তো অবশ্যই, তৎপরবর্তীতেও আজ অবধি নারীপক্ষ’র সাথে আপনার সম্পৃক্ততা, বিভিন্ন আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান, সমর্থন-সহযোগিতা আমরা সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This