স্মারক নং- না.প. ০৬/২০১৭-
২০ জ্যৈষ্ঠ ১৪২৪/০৩ জুন ২০১৭
বরাবর,
চুমকি বেগম
সভাপতি
সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক
৫ নং আদর্শ ছায়ানীড় হাউজিং স্যোসাইটি (শম্পা মার্কেটের পিছনে)
উত্তর আদাবর, শ্যামলী
ঢাকা- ১২০৭
বিষয় : ‘সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক’ এর নব-নির্বাচিত কমিটিকে নারীপক্ষ’র শুভেচ্ছা ও অভিনন্দন
প্রিয় বোন চুমকি বেগম,
বাংলাদেশে যৌনকর্মীদের সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত জাতীয় নেটওয়ার্ক ‘সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক’ এর ষষ্ঠ সম্মেলনের মধ্য দিয়ে নব-নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে আপনাকে এবং আপনার মাধ্যমে কমিটির প্রত্যেক সদস্যকে নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আমরা আশা করি, আপনার নেতৃত্বে এই কমিটি যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরো বেশী শক্তিশালী ও বেগবান করতে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। নারীপক্ষ তার শক্তি-সামর্থ্য অনুযায়ী সর্বদা আপনাদের পাশে আছে।
সকল সদস্য ও কর্মীদের পক্ষে-
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ।