স্মারক নং- না.প. ০৭/২০১৭-
৯ শ্রাবণ ১৪২৪/২৪ জুলাই ২০১৭
বরাবর,
অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ
নাট্যতত্ত¡ বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার
ঢাকা- ১৩৪২
বিষয় : ‘ শিল্পকলা পদক ’ পাওয়ায় আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা
শ্রদ্ধাভাজনেষু,
নাট্যকলায় বিশেষ অবদানের জন্য আপনি শিল্পকলা একাডেমি প্রবর্তিত ‘শিল্পকলা পদক’ ২০১৬ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি নারীপক্ষ’র একজন বন্ধু ও শুভানুধ্যায়ী। ১৯৯০ সালের ৮ই মার্চ, ‘আন্তর্জাতিক নারীদিবস’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারীপক্ষ প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে “নহি দেবী, নহি সামান্যা নারী” পরিবেশিত হয়। আপনার আন্তরিক সহযোগিতা ও দক্ষ আলোক নির্দেশনায় এই পরিবেশনাটি অনেক বেশী আকর্ষণীয় হয়ে উঠেছিলো। আপনার এই অবদান ও ভূমিকা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।
আমরা আপনার আরো সফলতা ও সুস্থ দীর্ঘজীবন কামনা করি।
গভীর শ্রদ্ধার সাথে,
রেহানা সামদানী
সভানেত্রী