স্মারক নং- না.প. ০১/২০১৭-
১৫ মাঘ ১৪২৩/২৮ জানুয়ারি ২০১৭
বরাবর,
অধ্যাপক ড. নিয়াজ জামান
বাড়ি- ৪, এস ই (এইচ)
সড়ক- ১৩৭
গুলশান, ঢাকা-১২১২
বিষয় : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ পাওয়ায় অভিনন্দন জ্ঞাপন
শ্রদ্ধাভাজনেষু,
আপনি বাংলা একাডেমি সাহিত্য পরস্কার ২০১৬ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
বালাদেশে অনুবাদ সাহিত্য জগতে আপনি স্বনাম খ্যাত। আপনি আমাদের অত্যন্ত কাছের একজন ও বন্ধু-শুভানুধ্যায়ী। ২০০৪-২০০৫ সালে নারীপক্ষ পরিচালিত ‘এরিনা’ প্রকল্পের আওতায় বিভিন্ন ক্ষেত্রের বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণে আপনি আমাদের সহায়তা করেছেন। বন্ধু ও কাছের জন হিসেবে আপনার এই স্বীকৃতি আমাদেরকে অনেক বেশী আনন্দ দিয়েছে।
আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আরও একবার শুভেচ্ছাসহ,
রেহানা সামদানী
সভানেত্রী