Select Page
২০১৭-০৫-০৮
‘অনন্যা শীর্ষ ১০’ সম্মাননা পদক প্রাপ্তিতে অধ্যাপক পারভীন হাসান কে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা

স্মারক নং- না.প. ০৫/২০১৭- ৭৯

২৫ বৈশাখ ১৪২৪/৮ মে ২০১৭

বরাবর,
অধ্যাপক পারভীন হাসান
উপাচার্য, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি (৬, হাটখোলা রোড, ঢাকা- ১২০৯)
বাড়ি- ৫৪, সড়ক- ২/এ
ধানমন্ডি আ/এ
ঢাকা-১২০৯

বিষয় : ‘অনন্যা শীর্ষ ১০’ সম্মাননা পদক প্রাপ্তিতে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা

প্রিয় পারভীন আপা,

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আপনি ২০১৬ সালের জন্য ‘অনন্যা শীর্ষ ১০’ সম্মাননা পদক পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনি আমাদের সকলের এতটাই কাছের এবং আপন জন যে, আপনার এই প্রাপ্তি ও অর্জন যেন আমাদেরই প্রাপ্তি, আমাদেরই অর্জন। এই স্বীকৃতি নিশ্চয়ই আপনাকে এবং আপনার সাথে সাথে আমাদেরকেও আরো বেশী উৎসাহী ও উদ্যমী করবে।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে,

রেহানা সামদানী
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This