স্মারক নং- না.প. ০২/২০১৭-
১৫ ফাল্গুন ১৪২৩/২৭ ফেব্রুয়ারি ২০১৭
বরাবর,
নুরজাহান বোস
বাড়ি- ৪০৯ (পঙ্কজ মেনর)
সড়ক- ১৫/এ (নতুন)
ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯
শ্রদ্ধাভাজনেষু,
আত্মজীবনী ও স্মৃতিকথামূলক সাহিত্য রচনায় কৃতীত্বের স্বীকৃতি হিসেবে আপনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ ২০১৬ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। আপনার লেখা “আগুনমুখার মেয়ে” পড়ে আমরা সকলে মুগ্ধ। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
এই স্বীকৃতি নিশ্চয়ই আপনার কর্মক্ষেত্রকে প্রসারিত করতে অধিক প্রেরণা ও উৎসাহ যোগাবে।
শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ