স্মারক নং- না.প. ০৫/২০১৭-৮০
২৬ বৈশাখ ১৪২৪/৯ মে ২০১৭
বরাবর,
মিতা হক
বাড়ি ৩৪, ফ্লাট এ-৪
সড়ক-২৮, ধানমন্ডি আ/এ
ঢাকা- ১২০৯
বিষয় : ‘রবীন্দ্র পুরস্কার’ এবং চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা প্রাপ্তিতে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় বোন মিতা হক,
রবীন্দ্রসাহিত্যে গবেষণা ও চর্চায় অবদানের জন্য আপনি এ বছর বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার’ ২০১৭ এবং ‘চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা’ পাওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি আমাদের বন্ধু, সুহৃদ এবং প্রাণের মানুষদের মধ্যে একজন। আপনার সাথে আমাদের বন্ধুত্ব পারিবারিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। নারীপক্ষ’র বিশেষ উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান আপনার শৈল্পিক দক্ষতা, আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমে অনবদ্য হয়েছে, ভিন্ন মাত্রা পেয়েছে।
আপনার শক্তিশালী গায়ন রবীন্দ্রসঙ্গীত জগতে আপনাকে যেমন আলাদা পরিচিতি দিয়েছে তেমনি বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতকে অধিক জনপ্রিয় করেছে। এই স্বীকৃতি নিশ্চয়ই আপনাকে তো বটেই, সেইসাথে এদেশে রবীন্দ্রসাহিত্য ও রবীন্দ্রসঙ্গীত চর্চাকারীদের আরো বেশী উৎসাহিত করবে।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে,
রেহানা সামদানী
সভানেত্রী