স্মারক নং- না.প. ১০/২০১৮- ২১৪
২৪ আশ্বিন ১৪২৫/৯ অক্টোবর ২০১৮
বরাবর,
মাফুজা আক্তার কিরণ
চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), নারী উইং
বাফুফে ভবন
মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা- ১০০০
বিষয়: অনুর্ধ্ব-১৮ নারীদল ফুটবলের সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন
প্রিয় বোন,
গত ৭ অক্টোবর ২০১৮, ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৮ নারীদল ফুটবলের সাফ চ্যাম্পিয়নশীপ লড়াইয়ে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিটি সদস্যকে এবং সেইসাথে আপনাকেও জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
এর আগে ঢাকায় গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ নারী সাফের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। সেই পদচিহ্ন অনুসরণের সুযোগ দারণভাবে কাজে লাগিয়েছে এবার অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের মেয়েরা। গত আগস্টে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ মেয়েদের ভারতের কাছে হারের দুঃখ ভুলিয়েছে তারা। ২০১৬ সালে এই চাংলিমিথাং স্টেডিয়ামেই হেরে একপ্রকার নির্বাসনে গিয়েছিল মামুনুল ইসলামরা। সেই দুঃখের স্মৃতিতেও নতুন পদচিহ্ন এঁকেছে এই মেয়েরা। দেশের মেয়েদের এই কৃতিত্বে আমরা যারপরনাই আনন্দিত ও আবেগাপ্লুত।
আমাদের প্রত্যাশা, এই মেয়েদের হাত ধরেই একদিন দেশের ফুটবল ফিরে পাবে হারানো গৌরব।
আরও একবার নিরন্তর শুভেচ্ছাসহ,
রেহানা সামদানী
প্রচার সম্পাদক, নারীপক্ষ