Select Page
২০১৮-০৯-১০
মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর প্রিয় ভজন সংগীত পরিবেশনের আমন্ত্রণ পাওয়ায় রেজওয়ানা চৌধুরী বন্যা কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।ত

স্মারক নং- না.প. ০৯/২০১৮-

২৬ ভাদ্র ১৪২৫/১০ সেপ্টেম্বর ২০১৮

বরাবর,
রেজওয়ানা চৌধুরী বন্যা
পরিচালক, ‘সুরের ধারা’
বাড়ি ২/৭, বøক বি
লালমাটিয়া, ঢাকা

বিষয় : মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর প্রিয় ভজন সংগীত পরিবেশনের আমন্ত্রণ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত

প্রিয় বোন রেজওয়ানা চৌধুরী বন্যা,

আগামী ২ অক্টোবর বিশ্বের খ্যাতিমান ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর প্রিয় ভজন সংগীত আপনার কণ্ঠে ধারণ করে প্রচার করা হবে জেনে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এর আগে আপনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন, এবারের এই সম্মাননা আরো এক নতুন মাত্রা যোগ করলো। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এর আগে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে থেকে শুরু করে ভারতীয় খ্যাতিমান সংগীত শিল্পীরা গান্ধীজীর প্রিয় ভজনটি তাদের কণ্ঠে ধারণ করেছেন। এবার আপনি এই গান কন্ঠে ধারণ করে বিরল সম্মানের অধিকারী হচ্ছেন, এটা কেবল আপনার জন্য নয় সমগ্র বাংলাদেশের জন্য গর্বের।

আপনি কেবল আমাদের দেশেই নন, ভারত-বাংলাদেশে সমানভাবে সমাদৃত একজন খ্যাতিমান গুণী শিল্পী। এর আগে ভারতে রবীন্দ্র সংগীতের গুরুত্বপূর্ণ আসরগুলোতে সংগীত পরিবেশন করে আপনি সেখানকার মানুষের মন জয় করেছেন। আপনার নিপুণ গায়কী ও পরিবেশনার নিজস্বতা প্রশংসা পেয়েছে সর্বত্র। এই সম্মাননা তার যথার্থ স্বীকৃতি।

আপনার দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের আরো উত্তোরণ কামনা করছি।

সকল সদস্য ও কর্মীদের পক্ষে-

অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ।


 

 

Pin It on Pinterest

Share This