Select Page
২০১৮-০২-২০
‘একুশে পদক’ প্রাপ্তিতে জুলেখা হক কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

স্মারক নং- না.প. ০২/২০১৮- ৪২

৭ ফাল্গুন ১৪২৪/২০ ফেব্রুয়ারি ২০১৮

বরাবর,
তৃণা হক
বাড়ি- ৩২
ফ্লাট- ই
সড়ক- ১৭ এ, বনানী
ঢাকা- ১২১৩

বিষয়: আপনার মায়ের ‘একুশে পদক’ প্রাপ্তিতে আমরা আনন্দিত।

প্রিয় বোন তৃণা,

আপনার মা প্রয়াত অধ্যাপক জুলেখা হক তাঁর গবেষণা কর্মের জন্য এ বছর ‘একুশে পদক (মরণোত্তর)’ প্রাপ্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনি জুলেখা হক এর গর্বিত সন্তান এবং নারীপক্ষ’র একজন দীর্ঘদিনের সদস্য ও আমাদের বন্ধু। সেদিক দিয়ে নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।

জুলেখা হক তাঁর জীবদ্দশায় এই স্বীকৃতি পেলে তিনি যেমন আনন্দিত হতেন তেমন আমাদের সকলেরই আনন্দের মাত্রা আরো অনেক বেশী হতো। তবুও প্রাপ্তি তো প্রাপ্তিই, এটুকুই আমাদের সান্তনা।

সকল সদস্য ও কর্মীর পক্ষে,

অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This