স্মারক নং- না.প. ০৭/২০১৮-
১৪ শ্রাবণ ১৪২৫/২৯ জুলাই ২০১৮
বরাবর,
শারমিন সুলতানা
ব্যবস্থাপক, কেস ব্যবস্থাপনা
‘জেন্ডার বেইজ্ড ভায়োলেন্স ইন ইমারজেন্সি’ প্রকল্প
‘মুক্তি কক্সবাজার’
সারদা ভবন
গোলদিঘির পাড়, কক্সবাজার
বিষয়: রানী এলিজাবেথ এর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত হওয়ায় আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় শারমিন সুলতানা,
বাংলাদেশে রোহিঙ্গা নারী শরণার্থীদের জন্য অসাধারণ মানবিক সাহায্য প্রদান, বিশেষত কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নারীদের জন্য প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী অপরিহার্য সেবাদান এবং এই নারী ও মেয়েদের অনাকাক্সিক্ষত গর্ভধারণ থেকে রক্ষা পাওয়া বা নিরাপদ গর্ভপাত নিশ্চিতকরণে স্বেচ্ছাসেবা প্রদানের জন্য রানী এলিজাবেথ এর কাছ থেকে ‘কমনওয়েলথ পুরস্কার’প্রাপ্ত হওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনার এই অর্জন আপনার জন্যে তো বটেই, সেইসাথে আমাদের প্রত্যেকের তথা সমগ্র দেশের জন্য গৌরবের। আপনি আমাদের সকলের সামনে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও আপনি এভাবেই অসহায় ও নিপীড়ণ-নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়াবেন। আমরা আপনার দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।
শুভেচ্ছাসহ
অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ।