স্মারক নং- না.প. ০৫/২০১৮-
২ জ্যৈষ্ঠ ১৪২৫/১৬ মে ২০১৮
বরাবর,
শাইখ সিরাজ
পরিচালক, বার্তা
চ্যানেল আই
শ্রদ্ধাভাজনেষু,
কৃষি সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আপনি এ বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রিয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনাকে আমাদের অনেক কাছ থেকে জানা ও বুঝার সুযোগ হয়েছিল ১৯৯১ সালে। ঐ বছর নারীপক্ষ আয়োজিত “কৃষক নারী ও পরিবেশ” শীর্ষক একটি কর্মশালায় আমরা আপনাকে একজন রিসোর্স পার্সন হিসেবে পেয়েছিলাম। তখনই আমরা সাধারণ কৃষক নারীর সাথে আপনার সম্পৃক্ততা ও তাঁদের প্রতি আপনার অন্তরের টান অনুভব করেছিলাম। আমরা অভিভূত হয়েছিলাম এবং আমাদের মনে হয়েছিল, আপনার হাত ধরে একদিন এদেশের কৃষি ও কৃষক ব্যাপক জনমানুষের মাঝে অনেক বড় একটা জায়গা করে নেবে।
এ যাবৎ আপনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু এই পদক আপনাকে যেমন সম্মানের চূড়ায় পৌঁছে দিয়েছে, তেমনি আমাদের মতো আপনার অসংখ্য গুণমুগ্ধদের আনন্দ ও গর্ব অনেক গুন বাড়িয়ে দিয়েছে।
আমরা আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে
অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ