Select Page
২০১৭-০৭-২৩
‘ শিল্পকলা পদক ’ মিতা হক কে পাওয়ায় আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা

স্মারক নং- না.প. ০৭/২০১৭-

৮ শ্রাবণ ১৪২৪/২৩ জুলাই ২০১৭

বরাবর,
মিতা হক
বাড়ি ৩৪, ফ্লাট এ-৪
সড়ক-২৮, ধানমন্ডি আ/এ
ঢাকা- ১২০৯

বিষয় : ‘ শিল্পকলা পদক ’ পাওয়ায় আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা

প্রিয় বোন মিতা হক,

আপনি শিল্পকলা একাডেমি প্রবর্তিত ‘শিল্পকলা পদক’ ২০১৬ পাওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এ বছরই আপনি রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় অবদানের জন্য বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার’ এবং ‘চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা’ পেয়েছেন। একই বছর আবারো একটি পদক প্রাপ্তিতে আমরা আনন্দে আপ্লুত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনি আমাদের কেবল একজন বন্ধু ও সুহৃদই নন, আমাদের প্রাণের মানুষ, কাছের মানুষ। আপনার সাথে আমাদের সম্পর্কের মাত্রা ও গভীরতা পারিবারিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। নারীপক্ষ’র বিশেষ উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান আয়োজনে আপনার শৈল্পিক দক্ষতা, আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম আমরা সর্বদা কৃতজ্ঞতা ও গর্বের সাথে স্মরণ করি।

রবীন্দ্রসঙ্গীতে আপনার অসাধারণ কন্ঠ ও গায়কী আমাদের এক অন্য রকম মুগ্ধতায় হিন্দোলিত করে। বর্তমান অস্থির সময়ে মানুষের চিত্তের প্রশান্তি রক্ষা ও সুস্থ চেতনার প্রসারে রবীন্দ্রসঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আপনার আরো সফলতা ও সুস্থ দীর্ঘজীবন কামনা করি।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে,

রেহানা সামদানী
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This