স্মারক নং- না.প. ৬/২০১৮-
২৮ জ্যৈষ্ঠ ১৪২৫/১১ জুন ২০১৮
বরাবর,
সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)
মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা- ১০০০
বিষয়: ‘টি২০ এশিয়া কাপ’ এর ফাইনালে বিজয়ী হওয়ায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়ার, কোচ এবং সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন
শ্রদ্ধাভাজনেষু,
ভারতের নারী দলকে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আমাদের মেয়েদের এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে ‘টি-২০ এশিয়া কাপ’ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের সমাজে নারীর জন্য কোন অর্জনই সহজসাধ্য নয়। ঘরে, বাইরে, সর্বত্র প্রতিটি পদক্ষেপে নারীকে লড়াই করে এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে ক্রীড়াজগতে এই অর্জন আরও অনেক বেশী পরিশ্রম, লড়াই ও সাধনার ফসল। শুধু তাই নয়, পুরুষদের পেছনে ফেলে মেয়েরাই প্রথম আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে দেশকে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করেছে।
আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এরকম সাফল্যের নজির স্থাপন করে তারা নিজেদের যেমন উচ্চ শিখরে নিয়ে যাবেন তেমন নারীসমাজ তথা সমগ্র বাংলাদেশের অগ্রগতি সাধনের ক্ষেত্রে নিরলস সাধনা চালিয়ে যাবেন।
আরও একবার শুভেচ্ছাসহ,
অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ