Select Page
২০২৪-০১-২১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায় অধ্যাপক ডা. সামন্ত লাল সেন কে নারীপক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

স্মারকনংনা.প ০১/২০২৪-

৭ মাঘ ১৪৩০/২১ জানুয়ারি ২০২৪

বরাবর
অধ্যাপক ডা. সামন্ত লাল সেন
মাননীয় মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভবন- ৬, বাংলাদেশ সচিবালয়
ঢাকা- ১০০০

বিষয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায় নারীপক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

শ্রদ্ধাভাজনেষু,

আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার সাথে নারীপক্ষ’র সম্পর্ক ও সম্পৃক্ততা অনেক বছরের। আশির দশকে আপনি এবং আমাদের প্রয়াত সদস্য নাসরীন হক এর একান্ত প্রচেষ্টায় এসিড আক্রান্ত মেয়েদের জন্য গড়ে ওঠে এসিড সারভাইভারস্ ফাউন্ডেশন (এএসএফ), যা ছিলো তাদের একটি ভরসা ও নির্ভরতার জায়গা। সেই থেকে ধীরে ধীরে আপনার সাথে নারীপক্ষ’র কেবল কাজের সম্পর্কই নয়, একটি বন্ধুত্বের সম্পর্কও গড়ে ওঠে।

আপনার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছোট্ট বার্ণ ইউনিটটি আজ একটি বৃহৎ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যা বাংলাদেশের এসিড আক্রান্ত ও অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসার একটি আশা-ভরসার জায়গা। আমাদের প্রত্যাশা, আপনার মতো একজন নিষ্ঠাবান, কর্মঠ ও দায়িত্বশীল মানুষের প্রচেষ্টায় দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি অনেকটাই সহজলভ্য ও দুর্নীতিমুক্ত হবে।

আমাদের শুভেচ্ছা ও সাফল্য কামনা সর্বদা আপনার সাথে থাকবে।

গীতা দাস
সভানেত্রী
নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This