স্মারক নং- না.প. ০১/২০২৪-
১৪ মাঘ ১৪৩০/২৮ জানুয়ারি ২০২৪
বরাবর,
রেজওয়ানা চৌধুরী বন্যা
পরিচালক, ‘সুরের ধারা’
বাড়ি ২/৭, ব্লক বি- লালমাটিয়া
ঢাকা, বাংলাদেশ
বিষয়: ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
প্রিয় বোন রেজওয়ানা চৌধুরী বন্যা,
আপনি ভারতের রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার নিপুণ গায়কী ও পরিবেশনার নিজস্বতা দুই বাংলার রবীন্দ্রসঙ্গীত অঙ্গনে আপনাকে বিশিষ্ট করে তুলেছে। এই সম্মাননা তার আরো একটি যথার্থ স্বীকৃতি। এর আগেও আপনি দেশে-বিদেশে অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। আপনার এই সকল অর্জন ও খ্যাতি সমগ্র বাংলাদেশের জন্য গর্বের, আনন্দের। আপনি আমাদের একজন বন্ধু ও সুহৃদ, সেদিক দিয়ে আমাদের আনন্দ ও গর্ব অনেক বেশী।
আপনার সুস্থ দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের আরো উত্তোরণ কামনা করছি।
সকল সদস্য ও কর্মীর পক্ষে,
গীতা দাস
সভানেত্রী, নারীপক্ষ