স্মারকনংনা.প ০৮/২০২৪-
৩১ শ্রাবণ ১৪৩১/১৫ আগস্ট ২০২৪
বরাবর,
সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভবন- .., বাংলাদেশ সচিবালয়
ঢাকা- ১০০০
বিষয়: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিযুক্ত হওয়ায় নারীপক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
প্রিয় রিজওয়ানা হাসান,
আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিযুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি দীর্ঘ সময় ধরে পরিবেশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার রক্ষায় সাহসী ভূমিকা রেখে চলেছেন। বিগত বিশ বছরেরও বেশি সময় ধরে যুগান্তকারী আইনি মামলার মাধ্যমে আপনি বাংলাদেশের উন্নয়নের ধারায় পরিবেশগত ন্যায়বিচারের গুরুত্বকে সবসময় সামনে রেখেছেন। জনস্বার্থ আইন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এবং জিতেছেন। আপনার অদম্য ইচ্ছাশক্তি ও সাহস এবং সর্বোপরি ন্যায় প্রতিষ্ঠার প্রতি দৃঢ় অঙ্গীকারবোধই দেশের এই ক্রান্তি লগ্নে আপনাকে আবারও একটি গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে। আমাদের প্রত্যাশা, আপনার মতো একজন লড়াকু ও দায়িত্বশীল মানুষের প্রচেষ্টা একদিকে যেমন আমাদের পরিবেশ ও বন রক্ষা করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রুখতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে অপরদিকে তেমনি একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথকে সুগম করবে।
আপনি আমাদের একজন কাছের মানুষ এবং বন্ধু ও শুভানুধ্যায়ী। ধানমন্ডি সাতমসজিদ সড়কে গাছ রক্ষা ও তেতুলতলা মাঠ রক্ষা আন্দোলনসহ অনেক আন্দোলন-সংগ্রামই আমরা একসাথে করেছি। এছাড়াও নারীপক্ষ’র অনেক আন্দোলনে আমরা আপনাকে পাশে পেয়েছি। আমাদের শুভেচ্ছা ও সাফল্য কামনা সর্বদা আপনার সাথে থাকবে।
গীতা দাস
সভানেত্রী, নারীপক্ষ।