Select Page
২০২২-০১-১৯
বাংলাদেশ সুপ্রীম র্কোট, আপীল বিভাগের বিচারপতি নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভচ্ছো

স্মারক নং-না.প. ০১/২০২২

৫ মাঘ, ১৪২৮/১৯ জানুয়ারী, ২০২২

বরাবর
কৃষ্ণা দেবনাথ
বিচারপতি আপীল বভিাগ
বাংলাদশে সুপ্রীম র্কোট

বিষয়: অভিনন্দন পত্র।

শ্রদ্ধাভাজনেষু,
আপনি বাংলাদেশ সুপ্রীম র্কোট, আপীল বিভাগের বিচারপতি নির্বাচিত হওয়ায় নারীপক্ষ’র প্রত্যকে সদস্য ও র্কমীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভচ্ছো ।

নারীর আইনী লড়াই এবং বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আপনার এই নতুন দায়িত্ব আরও একটি মাইলফলক, যা আমাদরে জন্য অত্যন্ত গর্বের ও আন্দনের।

নারীপক্ষ’র বিভিন্ন  র্কমসূচিতে বিশেষত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক গবষেণা, এডভোকেসি সভা-সেমিনার, র্কমশালায় আপনি উপস্থিত তথ্য-উপাত্ত, দিক নির্দেশনা ও পরার্মশ দিয়েছেন, এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আশাকরি আগামীতওে আপনি নারী অধকিার আন্দোলন র্কমসূচতিে আমাদরে সাথে থাকবনে।

আমাদের প্রত্যাশা, বিচার ব্যবস্থাকে নারীর প্রতি সংবদেনশীল করতে আপনার র্সবোচ্চ মেধা, শ্রম, ধৈর্য ও মনোযোগ নিয়োজিত থাকবে এবং বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ  গুরুত্ব পাবে।

ধন্যবাদান্তে,

তাসনীম আজীম
সভানত্রেী

Pin It on Pinterest

Share This