Select Page
২০২২-১০-০৮
নারী ফুটবলারদের মাসিক বেতন বৃদ্ধি, নারী ফুটবলার ও পুরুষ ফুটবলারের পারিশ্রমিকের মধ্যে সমতা স্থাপনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশ নারীফুটবল দলকে সংবর্ধনা জ্ঞাপন

স্মারকনংনা.প ১০/২০২২-

২৩ আশি^ন ১৪২৯/৮ অক্টোবর ২০২২

বরাবর,
মাফুজা আক্তার কিরণ
চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), নারী উইং
বাফুফে ভবন
মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা- ১০০০

বিষয়: নারী ফুটবলারদের মাসিক বেতন বৃদ্ধি, নারী ফুটবলার ও পুরুষ ফুটবলারের পারিশ্রমিকের মধ্যে সমতা স্থাপনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশ নারীফুটবল দলকে সংবর্ধনা জ্ঞাপন

সুজনেষু,

গত ৪ আশ্বিন ১৪২৯/১৯ সেপ্টেম্বর ২০২২, সাফ নারী চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ নারীফুটবল দল স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়া ফুটবল প্রতিযোগিতায় জয়ী হওয়ায় নারীপক্ষ আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ নারীফুটবল দলের প্রতিটি সদস্য, কোচ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী উইং- এর প্রতিটি কর্মকর্তা, কর্মী এবং সংশ্লিষ্ট প্রত্যেককে নারীপক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

নারীপক্ষ বাংলাদেশ নারীফুটবল দলের সদস্যদের জন্য একটি ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। এরজন্য আমরা আপনার এবং আপনার মাধ্যমে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর/কর্তৃপক্ষের অনুমতি এবং সময় প্রার্থনা করছি।

উল্লেখ্য যে, বাংলাদেশ নারীফুটবল দলের এটাই প্রথম জয় নয়, ২০১৭ সালে সাফ ফুটবল অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশীপের প্রথম আসরে ভারতকে পরাজিত করে শিরোপা জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। ৭ অক্টোবর ২০১৮, ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৮ নারীদল ফুটবলের সাফ চ্যাম্পিয়নশীপ লড়াইয়ে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ শিরোপা জিতে নেয়। ২০২০ সালে ভুটানের রাজধানীতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৫ নারীফুটবলে পাকিস্তান, ভূটান ও নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। ঐ বছরেরই ১৮ আগস্ট ভারতের সাথে ফাইনাল খেলে দ্বিতীয় স্থান অর্জন করে তারা। ২০০৩ সালে মেয়েদের ফুটবলের যে ছোট্ট চারাগাছটি রোপিত হয়েছিল এই দেশে সেটি এখন ফলদায়ক বৃক্ষ।

আমাদের নারীফুটবল দলের ধারাবাহিক বিজয়ে আমরা একদিকে যেমন আনন্দিত ও গর্বিত অপরদিকে তেমনই ক্ষুব্ধ, লজ্জিত ও মর্মাহত এটা জেনে যে এই যুগে দাঁড়িয়েও একজন নারী ফুটবলার ও পুরুষ ফুটবলারের পারিশ্রমিকের মধ্যে রয়েছে নির্লজ্জ বৈষম্য! ‘এ’ গ্রেডের একজন শীর্ষ পুরুষ ফুটবলারের বছরের পারিশ্রমিক যেখানে ৫০ – ৬০ লাখ টাকা, সেখানে একই স্তরের একজন নারী ফুটবলার বছরে পান মাত্র ৩ – ৪ লাখ টাকা। ‘এ’ গ্রেডের একজন নারী ফুটবলারের মাসিক পারিশ্রমিক মাত্র ১০ হাজার টাকা, ‘বি’ গ্রেডের ৮ হাজার টাকা এবং ‘সি’ গ্রেডের ৬ হাজার টাকা মাত্র!

আমাদের সমাজে নারীর জন্য কখনো কোন অর্জনই সহজসাধ্য নয়। ঘরে, বাইরে, সর্বত্র প্রতিটি পদক্ষেপে নারীকে লড়াই করে এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ফুটবল জগতে মেয়েদের এই অর্জন অনেক বেশী পরিশ্রম, লড়াই ও সাধনার ফসল। সমাজের নানা বাধা-বিপত্তি পেরিয়ে, অনেকের চোখরাঙানি উপেক্ষা করে এমনকি একটি গোষ্ঠীর সহিংস হামলাসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে ফুটবল মাঠে এসেছেন এই মেয়েরা। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দারিদ্র পীড়িত এই মেয়েদের কাছে ফুটবল কেবল কোন একটা স্বপ্ন জয়ের নেশা নয়, সমাজে তাঁদের নিজেদেরকে এবং নিজ নিজ পরিবারকে একটা সম্মানজনক ও স্বচ্ছল অবস্থানে প্রতিষ্ঠা করাও তাঁদের এই লড়াইয়ের একটা মূল লক্ষ্য। আমাদের বিশ্বাস, তাঁরা ভবিষ্যতে আরো সাফল্যের নজির স্থাপন করে তাঁদের নিজেদের উচ্চ শিখরে নিয়ে যাবেন। তাঁদের হাত ধরেই একদিন দেশের ফুটবল ফিরে পাবে হারানো গৌরব এবং অদূর ভবিষ্যতে নিশ্চয়ই তাঁরা একদিন বিশ্ব জয় করবেন।

নারীপক্ষ নারী ফুটবলার ও পুরুষ ফুটবলারের পারিশ্রমিকের মধ্যে সমতা আনয়ন এবং নারী ফুটবলারদের মাসিক বেতন হার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনার এবং আপনার মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রতি জোর দাবি জানাচ্ছে।

আরও একবার নিরন্তর শুভেচ্ছাসহ,

তাসনীম আজীম
সভানেত্রী
নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This