স্মারক নং- না.প. ০৩/২০২২-
২৮ ফাল্গুন ১৪২৮/১৩ মার্চ ২০২২
বরাবর,
সৈয়দা রিজওয়ানা হাসান
প্রধান নির্বাহী,
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)
বাড়ি নং- ১৫/এ
সড়ক নং- ৩
ধানমন্ডি, ঢাকা- ১২০৫
বিষয়: ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জ্ঞাপন।
প্রিয় রিজওয়ানা হাসান,
আপনি ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার লাভ করায় নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি দীর্ঘ সময় ধরে পরিবেশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার রক্ষায় সাহসী ভূমিকা রেখে চলেছেন। বিগত ২০ বছর ধরে যুগান্তকারী আইনি মামলার মাধ্যমে আপনি বাংলাদেশের উন্নয়নের ধারায় পরিবেশগত ন্যায়বিচারের গুরুত্বকে সবসময় সামনে রেখেছেন। জনস্বার্থ আইন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এবং জিতেছেন। এরই স্বীর্কতিস্বরূপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আপনাকে এই পুরস্কার দিলো। এর আগেও আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনার এইসকল প্রাপ্তি বিশ্বে বাংলাদেশের পরিচিতির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে, যা আমাদের জন্য, বিশেষভাবে নারী সমাজের জন্য, গর্বের ও আনন্দের। আমরা এও জানি যে, এই আন্দোলন করতে গিয়ে আপনাকে বিভিন্ন সময়ে নানা রকম হুমকি ও বিপদের মধ্য দিয়ে এগোতে হয়েছে, তবু আপনার অদম্য ইচ্ছাশক্তি ও সাহস এবং সর্বোপরি ন্যায় প্রতিষ্ঠার প্রতি দৃঢ় অঙ্গীকারবোধ আপনাকে এই আন্দোলনে অটল রেখেছে, রাখবে।
ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনি আমাদের নিরন্তর অনুপ্রেরণা।
আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনায়,
তাসনীম আজীম,
সভানেত্রী