স্মারক নং- না.প. ০১/২০২২-
৩ মাঘ ১৪২৮/১৭ জানুয়ারি ২০২২
রাবাব ফাতিমা
বোর্ড চেয়ারপার্সন,
UN Women
বিষয় : UN Women- এর বোর্ড চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় নারীপক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় রাবাব ফাতেমা,
আপনি UN Women- এর বোর্ড চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এর আগে অনেক গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। সেইসকল সাফল্যের ধারাবাহিকতায় আপনার আজকের এই অর্জন। আমরা আশা করছি, আপনার কর্মদক্ষতা ও নিষ্ঠা আপনাকে আরো সাফল্য দেবে এবং দেশ ও জাতিকে এভাবেই গৌরবান্বিত করবে।
আমরা আপনার দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি।
আরও একবার অভিনন্দন ও শুভেচ্ছাসহ,
তাসনীম আজীম
সভানেত্রী।