স্মারক নং- না.প. ০২/২০২১-
২৩ মাঘ ১৪১৯/৬ ফেব্রুয়ারি ২০২১
অধ্যাপক ড. সন্জীদা খাতুন
সভাপতি, ছায়ানট
ছায়ানট সংস্কৃতি ভবন
বাড়ি ৭২, সড়ক ১৫/এ
ধানমন্ডি আ/এ
ঢাকা- ১২০৯
বিষয় : আপনার ‘পদ্মশ্রী’ সম্মাননা প্রাপ্তিতে নারীপক্ষ’র প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
শ্রদ্ধেয় সন্জীদা আপা,
আপনি ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি কেবল বাংলা সাহিত্য জগতেই নয়, বাঙালি সংস্কৃতির বিকাশে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। বায়ান্নর ভাষার লড়াই, ষাটের দশক জুড়ে বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক আন্দোলন, মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসে সাংস্কৃতিক যুদ্ধ এবং স্বাধীনতার পর ‘ছায়ানট’, ‘রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’, ‘কণ্ঠশীলন’, ‘ব্রতচারী আন্দোলন’ কিংবা ‘নালন্দা’র মতো শিক্ষা-সংস্কৃতিগত বহুমুখী তৎপরতায় সুযোগ্য নেতৃত্ব দিয়ে আসছেন আপনি। আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ।
আপনার সুবিশাল কর্মযজ্ঞ এবং নিরন্তর লড়াই-সংগ্রামের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে নারীপক্ষ আপনার একটি অডিও সাক্ষাৎকার গ্রহণ করেছিলো। আমাদের ঐকান্তিক ইচ্ছে আছে আপনার কথা অনেক মানুষের কাছে পৌঁছে দেয়ার।
আপনি এযাবৎ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার সাথে ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননা প্রাপ্তিতে যে নতুন মাত্রা যুক্ত হলো তাতে আমরা উচ্ছ¡াসিত। আমরা আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি।
আরো একবার আন্তরিক শুভেচ্ছাসহ,
মাহমুদা বেগম গিনি
সভানেত্রী