স্মারক নং- না.প. ০২/২০২০-
৬ ফাল্গুন ১৪২৬/১৯ ফেব্রুয়ারি ২০২০
বরাবর,
মিতা হক
বাড়ি ৩৪, ফ্লাট এ-৪
সড়ক-২৮, ধানমন্ডি আ/এ
ঢাকা- ১২০৯
বিষয় : ‘ একুশে ’ পদক পাওয়ায় আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় বোন মিতা হক,
শিল্পকলায়- বিশেষত সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আপনি এবছর ‘একুশে পদক’ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
এর আগে আপনি শিল্পকলা একাডেমি প্রবর্তিত ‘শিল্পকলা পদক’, রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় অবদানের জন্য বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার’ এবং ‘চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা’ পেয়েছেন। এ বছর আবারও আপনার একটি পদক প্রাপ্তিতে আমাদের আনন্দ ও খুশীর মাত্রা অনেকগুন বেড়ে গেলো!
আপনি আমাদের অত্যন্ত আপনজন। নারীপক্ষ’র সাংস্কৃতিক কর্মকান্ড আয়োজনে আপনার ঐকান্তিক সহযোগিতা, আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম এবং শৈল্পিক দক্ষতার কথা আমরা সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।
আমরা আপনার আরো সফলতা এবং সুস্থ ও দীর্ঘজীবন কামনা করি।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে,
মাহমুদা বেগম গিনি
সভানেত্রী