Select Page
২০১৯-০৩-১৩
আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাওয়ায় নারীপক্ষ’র অভিনন্দন

স্মারক নং- না.প. ৩/২০১৯- ৩৫০

২৯ ফাল্গুন ১৪২৫/১৩ মার্চ ২০১৯

বরাবর
এডভোকেট রাজিয়া সুলতানা
রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি
চট্টগ্রাম

বিষয়: আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাওয়ায় নারীপক্ষ’র অভিনন্দন

প্রিয় বোন রাজিয়া সুলতানা,

বার্মায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষার জন্য আপনার নির্ভীক উদ্যোগ, রোহিঙ্গা শরণার্থীদের মানবাধিকার সুরক্ষার প্রচেষ্টা এবং রোহিঙ্গা নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা পদ্ধতিগতভাবে নথিবদ্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আপনি ‘আন্তর্জাতিক সাহসী নারী (আইডব্লিউসি)’ পুরস্কার’ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনি মিয়ানমার সরকারের বৈষম্যনীতি ও নিপীড়নের শিকার হয়ে পরিবারের সাথে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মিয়নমার সরকারের বর্বরতায় আত্মিয়-পরিজনদের হারিয়েছেন। তা সত্তে¡ও আপনি ভেঙ্গে পড়েননি। শোককে শক্তিতে পরিণত করে অধিকার আদায়ে সাংগঠনিক কার্যক্রম হাতে নেন। শরণার্থী জীবন যাপনকারী রোহিঙ্গা নারীদের জাগিয়ে তুলতে আপনার মেধা ও শ্রম উৎসর্গীকৃত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা জনগোষ্ঠির মুক্তির দাবি নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন। এই পুরস্কার তারই উপযুক্ত স্বীকৃতি।

আমাদের প্রত্যাশা, আপনার এই প্রাপ্তি নির্যাতিত, নিপীড়নের শিকার সকল রোহিঙ্গা নারীর বেঁচে থাকার লড়াইয়ে নিরন্তর প্রেরণা যোগাবে।

আরও একবার নিরন্তর শুভেচ্ছাসহ,

রেহানা সামদানী
প্রচার সম্পাদক, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This