স্মারক নং- না.প. ১১/২০১৯- ৫৭৭
২৬ কার্তিক ১৪২৬/১১ নভেম্বর ২০১৯
বরাবর
আলেয়া মান্নান পিংকি
প্রধান ক্যাপ্টেন,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
কুর্মিটোলা, ঢাকা- ১২২৯
বিষয়: বাংলাদেশ বিমান এর প্রধান ক্যাপ্টেইন হওয়ায় নারীপক্ষ’র অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় বোন আলেয়া মান্নান পিংকি,
আপনি বাংলাদেশ বিমান- এর প্রধান ক্যাপ্টেইন হওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার দক্ষতা ও পেশার প্রতি আন্তরিকতা নিশ্চয়ই আপনাকে সাফল্যের আরও উচ্চ শিখরে নিয়ে যাবে।
আরও একবার নিরন্তর শুভেচ্ছাসহ,
অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ