ঘোষণাপত্র
দেশ ও মানুষের মুক্তির আকাঙ্খায় উজ্জীবিত হয়ে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে নারী পুরুষ সকলে মিলে স্বাধীনতার যুদ্ধে অংশগর্রহণ ও সহযোগিতা করেছিল, জানিয়েছিল সমর্থন ও সহমর্মিতা। সেই যুদ্ধের একটি মূল প্রেরণা ছিল ধর্ম নিরপক্ষ রাষ্ট্রের প্রতিষ্ঠা।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর থেকে ২০০২ এর ১৬ ডিসেম্বর – স্বাধীন বাংলাদেশ সুদীর্ঘ ৩১ বছরের পথ অতিক্রম করেছে। এ ৩১ বছরের পথ চলায় আমরা স্বাধীনতার মূল প্রেরণার দিকে অগ্রসর না হয়ে ক্রমশই পেছনের দিকে সরে যাচ্ছি। ১৯৭৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপক্ষতা বাদ দেয়া হয়। পরবর্তীতে ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। ফলে রাষ্ট্র আর ধর্ম নিরপেক্ষ থাকল না। তবে এর পূর্ববর্তী সময়ে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকলেও রাষ্ট্রের পক্ষ থেকে ধর্মনিরপেক্ষ সমাজ গঠনে কার্যকরী কোন পদেক্ষেপ নেয়া হয়নি। ধর্মনিরপেক্ষ সমাজ ও মানুষ গড়ার জন্য প্রয়োজন সাংবিধানিক প্রতিশ্রুতির পাশাপাশি রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও মানুষের নিজস্ব চর্চা – যা কখনোই করা হয়নি।
ধর্মনিরপেক্ষ তা অর্থ শুধু যার যার ধর্ম নির্বিঘ্নে নিশংকচিত্তে পালন করার সুযোগ সৃষ্টি নয়, ধর্ম নিরপক্ষতা ধারণার মূলে রয়েছে মানুষের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও চর্চায় রাষ্ট্র কোন হসত্মক্ক্ষপ করবে না। রাষ্ট্রীয় কোন কর্মকান্ড ধর্ম ভিত্তিক না করাই হল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বাংলাদেশে কোন সময়ই চর্চা করার চেষ্টা ছিল না।
শুধু বাংলাদেশে নয় এ উপমহাদেশের সব দেশেই সংখ্যাগরিষ্ঠের ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফয়দা লুটার কুট-কৌশল গ্রহণে সরকার ব্যক্ত। ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে চিন্তা চেতনা জনমনে প্রবাহিত করার সামাজিকীকরণ চলছে। মুক্ত চিন্তার মানুষ তৈরীর লক্ষে এ প্রক্রিয়া প্রতিহত করা একান্তই প্রয়োজন।
বাংলাদেশসহ সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক ধর্মনিরপেক্ষতা। সকল নাগরিকের প্রতি রাষ্ট্রীয় আচার আচরণ হোক নিরপেক্ষ। আমরা বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান চাই। রাষ্ট্রীয় কর্মকান্ডে মূল দর্শন হিসেবে প্রতষ্ঠিত হোক এ ধর্মনিরপেক্ষতা এবং জনজীবনে শুরু হোক এর চর্চা। এক কথায় বাংলাদেশের অসিত্মত্ত্বের সাথে মিশে থাকুক ধর্মনিরপেক্ষতা।
আজকে আমরা আলো জ্বালালাম শুধুই মুক্তিযুদ্ধে হারানো আপনজনদের স্বরণে নয়, ধর্মনিরপেক্ষতার স্বপক্ষেও। এই আলো দূর করে দিক সাম্প্রদায়িকতার বিদ্বেষ। মুছে দিক ধর্মান্ধতা ও মানুষের মনের সব অশুভ দাগ, ফিরিয়ে দিক আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধান, পরিবেশ, আচার আচরণ ও দৃষ্টিভঙ্গি। এ আলো গড়ে তুলুক মানুষে মানুষে সম্প্রীতি, বাংলাদেশকে পরিণত করুক ধর্মনিরপেক্ষ , সংবেদনশীল এক মিলন ক্ষেত্রে।
০৪ পৌষ ১৪০৯/১৮ ডিসেম্বর ২০০২
নারীপক্ষ
র্যাংগস নীলু স্কোয়ার (৫ম তলা), বাড়ী- ৭৫, সড়ক- ৫/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
জিপিও বক্স-৭২৩, ঢাকা-১০০০, ফোন : ৮৮০-২-৮১১৯৯১৭, ৮১৫৩৯৬৭, ফ্যাক্স : ৮৮০-২-৮১১৬১৪৮
ই-মেইল : naripokkho@gmail.com, ওয়েব : www.naripokkho.com.bd
আলোর স্মরণে কাটুক আঁধার – ২০১২